আড়াইহাজারে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৩ জুন ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করে দোকান খোলা রাখায় পাঁচ দোকানিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন ইউএনও মো. সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ উজ্জল হোসেন ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রমুখ।

Narayanganj-(2).jpg

ইউএনও মো. সোহাগ হোসেন জানান, লকডাউনে কঠোর থাকবে প্রশাসন। এরইমধ্যে আড়াইহাজার সদরের বাজারে দোকান চালু রাখায় ইয়াছিন, স্বপন চন্দ্র দাস, আ. হাসিম, এনামুল ও শফিক প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানের সময় অনেকগুলো প্রাইভেটকার, সিএনজি আড়াইহাজার থেকে ফেরত পাঠিয়ে দেয়া হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

শাহাদাত হোসেন/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।