পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৩ জুন ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে সোনিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (২৩ জুন) ফতুল্লার শাসনগাঁও কুতুব চেয়ারম্যানের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মো. রিমন চৌকিদারকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত সোনিয়া বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ টেপুরা গ্রামের সোহরাব শিকদারের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, চার বছর আগে পটুয়াখালীর কলাপাড়ার চালিতা বুনিয়া গ্রামের মৃত আজিজ চৌকিদারের ছেলে রিমন চৌকিদারের সঙ্গে বরগুনার আমতলীর দক্ষিণ টেপুরা গ্রামের সোহরাব শিকদারের মেয়ে সোনিয়া আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি নেই। উভয়ই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন।

কিছুদিন আগ থেকে রিমন চৌকিদার একটি মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। দুইমাস আগে রিমন নিহত গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে জামায় আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। রাতের কোনো এক সময় গৃহবধূ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।