চাঁপাইনবাবগঞ্জে কঠোর বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ
চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের জারি করা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ চলবে।
বুধবার (২৩ জুন) বিকেলে জেলা প্রশাসকের দফতর থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এতথ্য জানানো হয়।
কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে-স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধ থাকবে সাপ্তাহিক হাট। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। সেখানে বসে খাওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে আম কেনাবেচা ও পরিবহন চলবে।
স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে জেলার মধ্যে গণপরিবহন চলাচল করবে। আম পরিবহনের যানবাহন ছাড়া সব আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। মসজিদে নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ৮ জন থেকে জেলাজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন।
সোহান মাহমুদ/এসআর/জেআইএম