ময়মনসিংহ মেডিকেলে করোনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৪ জুন ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ বছরের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। সবাই করোনায় আক্রান্ত ছিলেন।

মৃতরা হলেন- সদরের দীপক সাহা (৫০), ত্রিশালের সানিয়া (১০), শেরপুরের মনিরুজ্জামান (৫২), নেত্রকোনার মমতা তালুকদার (৫০)।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মমতা তালুকদার সাধারণ বেডে আর অন্য তিনজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের সাধারণ বেডে ১৫৯ জন ও আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।