চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৬৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:১৭ এএম, ২৪ জুন ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের দুজন সদর হাসপাতালে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই সময়ে ৭৮৪টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোন শনাক্ত হয়েছে। এ হিসেবে শনাক্তের হার ৮ দশমিক ৮০ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরটিপিসিআর ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৬৯০টি নমুনায় ৫৯ জনের ও জিন এক্সপার্ট টেস্টে তিনটি নমুনায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের উপসর্গ না থাকায় বৃহস্পতিবার সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৮০৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে ২ হাজার ৪৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছে ১১৯ জন।

সোহান মাহমুদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।