লকডাউনেও ভিড় কমছে না রাজবাড়ীর বাজারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৫ জুন ২০২১

করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানী ঢাকার চারপাশের সাত জেলায় চলমান লকডাউনের চতুর্থ দিনেও রাজবাড়ীতে তা পালিত হচ্ছে ঢিলেঢালাভাবে। জেলার বাজারগুলোতে রয়েছে মানুষের ভিড়। এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন ক্রেতা ও বিক্রেতা কেউই।

শুক্রবার (২৫ জুন) দুপুরে বাজারে সরেজমিন দেখা যায়, বাজারে রয়েছে মানুষের ভিড়। তবে অনেকের মুখেই দেখা যায়নি কোনো মাস্ক। আবার অনেকের মুখে মাস্ক থাকলেও তা ঝুলছিল থুতনিতে।

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর বড় বাজার ও প্রধান সড়কে দেখা যায়, রিকশা-ইজিবাইকসহ মানুষ চলাচল করছে। তবে প্রশাসনের কঠোর তদারকিতে গত কয়েকদিনের তুলনায় শুক্রবার সড়কে যানবাহন ও মানুষ ছিল অনেকাংশেই কম। বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান।

jagonews24

এদিকে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন ও সাধারণ জনগণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘর থেকে বের হলেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন অনেকে। এছাড়া লকডাউন বাস্তবায়নে জেলার বিভিন্ন হাটবাজারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। একইসময় করোনায় মৃত্যু হয়েছে একজনের।

রুবেলুর রহমান/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।