কুমিল্লা থেকে বিশেষ কৌশলে গাঁজা সংগ্রহ করতেন আমেনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৫ জুন ২০২১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল এলাকা থেকে আমেনা বেগম (৩৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৫ জুন) বিকেল ৩টায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় ওই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমেনা বেগম মুন্সিগঞ্জের দক্ষিণ উগাকান্দি এলাকার মো. নুর আলমের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন ভূইয়ারপাড় আলসাভা এলাকায় বসবাস করার পাশাপাশি গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমেনা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিশেষ কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস কে শাওন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।