খুলনা মেডিকেলে একদিনে ২২০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:১০ এএম, ২৯ জুন ২০২১

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সোমবার (২৮ জুন) ২২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একদিনে শুধু খুলনা মহানগর ও জেলার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আজ (সোমবার) ৫৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫০১ জন খুলনা মহানগরী ও জেলার। নমুনা পরীক্ষায় মোট ২২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৯৬ জন, বাগেরহাটের ১২ জন, সাতক্ষীরার ৩ জন, যশোরের ৫ জন, পিরোজপুরের ২ জন, ঢাকার ও ঝিনাইদহের দুইজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আলমগীর হান্নান/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।