একটি দলছুট হনুমানের মানুষের সঙ্গে সখ্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৯ জুন ২০২১

মাসখানেক আগে একদিন রাজবাড়ীর গোয়ালন্দে চলে আসে একটি দলছুট হনুমান। নতুন পরিবেশে এসে হনুমানটি যেমন উদ্বিগ্ন ছিল, হঠাৎ করে লোকালয়ে আসা বুনো প্রাণীটিকে দেখে স্থানীয়রাও হয়ে উঠেছিল কৌতূহলী।

প্রথমদিকে হনুমানটি মানুষের কাছ থেকে দূরে দূরেই থাকত। গাছের ডালে, ঘরের চালে, ভবনের ছাদে ছিল তার বিচরণ। অনেকেই আবার প্রাণীটিকে তাড়িয়েও দিত। কিন্তু গত কিছুদিন ধরে হনুমানটির সঙ্গে স্থানীয়দের বেশ সখ্য গড়ে উঠেছে। নিঃসঙ্কোচে সে এখন মিশছে মানুষের সঙ্গে। ঘুরে বেড়াচ্ছে উপজেলাজুড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গীবিহীন হনুমানটি টিকে থাকার তাগিদেই মানুষের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করছে।

jagonews24

স্থানীয়দের ধারণা, দেশের দক্ষিণাঞ্চল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে আসা কোনো যানবাহনের ছাদে উঠেই হনুমানটি এ এলাকায় চলে আসে। এর আগেও গোয়ালন্দে এসেছে একাধিক দলছুট হনুমান। নিরাপদ আবাসস্থল ও খাবারের অভাবে তারা ফলের গাড়িতে উঠে এ এলাকায় চলে আসতে পারে।

রোববার দুপুরে বিশালদেহী হনুমানটি ঘোরাফেরা করছিল গোয়ালন্দ বাজার রেলগেট এলাকায়। ক্ষুধার্ত প্রাণীটি একপর্যায়ে ঢুকে পড়ে মজিবর রহমান নামের এক ফল ব্যবসায়ীর দোকানে। দোকানদার তাকে একটি আনার দিলে সে ফলটি লুফে নেয়। দোকানির দেয়া ফলটি ছাড়া অন্য কিছুই সে খায়নি কিংবা কোনো ক্ষতিও করেনি। এরপরে হনুমানটি পাশেই একটি খাবার হোটেলে গিয়ে ক্রেতার মতোই বেঞ্চে বসে পড়ে। হোটেল মালিক সহিতুন নেছা সেটিকে তাড়িয়ে না দিয়ে কিছু খাবার দেন। দেখাদেখি আরও অনেকেই হনুমানটিকে আম, কলা, বাদাম, পাউরুটি ইত্যাদি খেতে দেয়। যতটা সম্ভব খেয়ে সেখান থেকে চুপচাপ চলে যায় প্রাণীটি।

jagonews24

প্রত্যক্ষদর্শী যুবক মুক্তার মাহমুদ, তৌহিদ হোসেন, রাজু আহমেদসহ অনেকেই বলেন, মানুষের সঙ্গে এভাবে স্বাভাবিকভাবে কোনো হনুমানের মিশে যাওয়া এর আগে তারা দেখেনি। লোকজনের মানবিকতা দেখে খুব ভালো লেগেছে।

গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম তালুকদার বলেন, হনুমানটি হয়তো কোনো কলার ট্রাকে করে সুন্দরবন এলাকা থেকে এদিকে চলে এসেছে। এখানে আসার পর সে সঙ্গীবিহীন হয়ে গেছে। তাই সে বেঁচে থাকার তাগিদে মানুষের সঙ্গে স্বাভাবিক আচরণ করছে। কারো কোনো ক্ষতি করছে না। ক্ষতিকর নয় এমন প্রাণীদের মানুষও ভালোবাসে। খাবার দেয়, সহযোগিতা করে।

তিনি আরও বলেন, হনুমান ও বানরের জ্ঞান-বুদ্ধি অনেক প্রবল। ওরা বোঝে কোন পরিবেশে কীভাবে নিজেকে খাপ খাওয়াতে হয়।

সব প্রাণীর প্রতি মানবিক আচরণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান এই কর্মকর্তা।

রু‌বেলুর রহমান/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।