শার্শার বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল মারা গেছেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৩ জুলাই ২০২১

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি দুই স্ত্রী, সাত পুত্র, ছয় কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকালে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে স্বজনেরা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আসর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খাঁন, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।

জামাল হোসেন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।