নিজ গাড়িতে দ‌রিদ্র‌দের ঘ‌রে সবজি পৌঁ‌ছে দি‌চ্ছেন রাজবাড়ীর মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৮ জুলাই ২০২১

ক‌রোনা সংক্রমণ রো‌ধে ক‌ঠোর বিধিনিষেধে রাজবাড়ী পৌরসভায় কর্মহীন হ‌য়ে পড়া দ‌রিদ্রদের ঘরে নি‌জের গাড়ি‌তে সবজি পৌঁছে দি‌চ্ছেন মেয়র আলমগীর শেখ তিতু।

বৃহস্প‌তিবার (৮ জুলাই) দুপু‌রে পৌর ১নং ওয়ার্ডের বিন্দুপাড়া, ধুনচী ও ২৮ কলোনি এলাকার তিন শতা‌ধিক পরিবা‌রের মা‌ঝে আলু, পটল, বেগুন, মরিচ, ঝিঙ্গা, কাঁচকলাসহ ছয় কে‌জি ওজ‌নের প্যা‌কেট দেয়া হয়।

নিজ গাড়িতে দ‌রিদ্র‌দের ঘ‌রে সবজি পৌঁ‌ছে দি‌চ্ছেন রাজবাড়ীর মেয়র

জানা যায়, চলমান ক‌ঠোর বিধিনিষেধ ও করোনা মহামারিতে মানুষকে ঘরে রাখতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী পৌরসভার মেয়র শেখ তিতু। গত ক‌য়েক দিন ধরে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় নি‌জে দ‌রিদ্রদের মা‌ঝে কাঁচা সবজি পৌঁছে দি‌চ্ছেন। পাশাপা‌শি পৌরবাসী‌কে কর‌ছেন স‌চেতন।

jagonews24

পৌরবাসী জানান, মেয়র তিতু আগে কাউন্সিলর ছি‌লেন। সে সময় থে‌কেই তি‌নি গরিব-দুঃখী মানু‌ষের সহ‌যো‌গিতা ক‌রে আস‌ছেন। এখন মেয়র হওয়ার পরও বদলায়নি তার এ কার্যক্রম। ক‌রোনাকালে নিজ গা‌ড়ি‌তে  সব‌জি নি‌য়ে দ‌রিদ্র পৌরবাসীর মা‌ঝে বিতরণ কর‌ছেন।

রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু বলেন, ‘বিধিনিষেধে কর্মহীন হ‌য়ে পড়া পৌর এলাকার দ‌রিদ্র‌দের মা‌ঝে সবজি বিতরণ শুরু করেছি। পর্যায়ক্র‌মে পৌরসভার ৯টি ওয়া‌র্ডেই এ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া এ পৌরসভা নি‌য়ে আমার অনেক প‌রিকল্পনা রয়েছে। সবার দোয়া ও ভালোবাসা নি‌য়ে একে একে কাজগু‌লো কর‌তে চাই। যা‌তে আগামী ৫০ বছর প‌রও পৌরবাসী আমাকে মনে রাখেন।’

রু‌বেলুর রহমান/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।