যৌনকর্মী ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৮ জুলাই ২০২১

গোয়ালন্দে করোনায় অসহায় এক যৌনকর্মী ও একশ প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে দৌলতদিয়া কে কে এস স্কুল মাঠ প্রাঙ্গণে বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা, বাংলা হেল্প এবং অ্যাডভান্টিস্ট ওয়ার্ল্ড রেডিও যৌথভাবে এ সহায়তা প্রদান করে।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবারপ্রতি ২০ কেজি চাল, তিন লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ছয়টি সাবান এবং নগদ পাঁচশ টাকা।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও কে কে এস’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, বাংলা হেল্প'র কো-অর্ডিনেটর লুথার দাস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, কেকেএস’র প্রকল্প কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।

রুবেলুর রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।