বরিশালে একদিনেই ঝরে গেল ১২ প্রাণ, নতুন শনাক্ত ৫৪৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৯ জুলাই ২০২১

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৫৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৬০।

এদিকে চতুর্থ পর্যায়ে এক লাখ ২৪ হাজার ডোজ চীনে উৎপাদিত টিকা সিনোভ্যাক্স শুক্রবার (৯ জুলাই) সকালে বরিশাল পৌঁছেছে। বিভাগে প্রথম ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিশিল্ড টিকা নিয়েছিলেন দুই লাখ ৫০ হাজার ৩০৩ জন। দ্বিতীয় ডোজ পেয়েছিলেন এক লাখ ৮১ হাজার ৭৭৬ জন। আর এ পর্যন্ত সিনোভ্যাক্সের প্রথম ডোজ টিকা পেয়েছেন চার হাজার ২৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এসব তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, শুক্রবার সকাল ৮ থেকে আগের ২৪ ঘণ্টায় বিভাগে মৃতদের মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত এবং সাতজনের দেহে উপসর্গ ছিল। তাদের মধ্যে ৯ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন পিরোজপুরে ও একজন ঝালকাঠিতে মারা গেছেন। ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার এক হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ৫৪৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়। এ জেলায় শনাক্তের হার ৪৭ দশমিক ৮৮ শতাংশ। শনাক্তের দিক দিয়ে বিভাগে দ্বিতীয় অবস্থানে পিরোজপুর জেলা। এ জেলায় ৩২৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪২ দশমিক ৩৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস বলেন, চতুর্থ ধাপে বিভাগে মোট এক লাখ ২৪ হাজার ডোজ চীনে উৎপাদিত সিনোভ্যাক্স টিকা পাওয়া গেছে। আমরা সেই টিকা গ্রহণ করে তা যথানিয়মে সংরক্ষণ করেছি। দু-একদিনের মধ্যে জেলায় জেলায় ওই টিকা পৌঁছে দেয়া হবে। নিবন্ধন যারা করেছেন, তাদেরকে এই টিকা দেয়া হবে।

সাইফ আমীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।