ক্রেতাদের আকৃষ্ট করতে গরুর বাহারি নাম, দাম নিয়ে শঙ্কা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১২ জুলাই ২০২১

কালা পাহাড় কিংবা কালা বাহাদুর, আছে ধলা পাহাড়, নবাব, শান্ত, লালুসহ বাহারি নামের গরু। ক্রেতাদের আকৃষ্ট করতে গরুর চলন বলন আর স্বভাবের ওপর ভিত্তি করে রাখা হয়েছে এসব নাম। এরই মধ্যে কোরবানির জন্য প্রস্তুত এসব গরুর দাম হাঁকা শুরু করেছেন সাভার ও ধামরাইয়ে খামারিরা।

কোনটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ আবার কোনটির এক লাখ। তবে করোনা রোধে চলমান বিধিনিষেধে গরু বিক্রি ও ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

সাভারের কবিরপুর এলাকার নুরুল ইসলামের খামারে গিয়ে কথা হয় গরু দেখভালে থাকা হাবিবুরের সঙ্গে।

jagonews24

গরু নাম রাখা নিয়ে তিনি জানান, গরুর স্বভাব আর আচরণের কারণে নাম রাখা হয়। যেমন কালা পাহাড়। গরুটির গায়ের রঙ কালো আর এর দেহ পাহাড়ের মতো উঁচু হওয়ায় আদর করে নাম রাখা হয় কালা পাহাড় আর ধলা পাহাড়ও একই। এর গায়ের রঙ সাদা। খামারের সবচেয়ে ছোট সুন্দর গরুটিকেই ডাকা হয় সুন্দরী নামে।

নাম রাখায় সুবিধা আছে বলেও জানান হাবিবুর। তার মতে, অনেক গরুর ভেতর নাম থাকলে তা দেখভালে সুবিধা হয়। খামারিকে সহজে চেনানো যায় কোন গরুর কি বৈশিষ্ট্য।

jagonews24

এমনভাবে আশুলিয়ার জিরানী, নরসিংহপুর, জিরাবো, ধামসোনা, কন্ডা, পলাশবাড়ী ধামরাইয়ের ললিতনগর, ভাড়ারিয়া, কুল্লাসহ আশপাশের এলাকাও রয়েছে অনেক খামার। রাখা হয়েছে গরুগুলোর নাম।

এসব বাহারি নামের গরু দেখতে খামারগুলোতে ভিড় জমান নানান বয়সের মানুষ। দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন ক্রেতারা। কোনটির দাম উঠছে ১০ লাখ কোনটি আবার এক লাখ। আকার ভেদে এ দাম নির্ধারণ করছে খামারিরা।

jagonews24

তবে করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত খামারিরা। ন্যায্য মূল্য না পেলে অনেকেই এ খাত থেকে মুখ ফিরিয়ে নিবেন বলে জানান অনেকে। গরুর হাট বসা না বসা নিয়ে এখনও দুশ্চিন্তায় তারা।

তবে করোনায় ক্রেতারা হাট কেন্দ্রিক না হয়ে খামার কেন্দ্রিক হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।

ধামরাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, করোনার মধ্যে অন্যান্য বছরের মতো কোরবানির জন্য এবারও সন্তোষজনক গরু প্রস্তুত রেখেছে খামারিরা। নিয়মিত খোঁজ খবর রেখে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গরু মোটাজাতকরণ করা হয় বলে এ অঞ্চলের গরুর কদর বেশি থাকে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।