ময়মনসিংহ বিভাগে একদিনে করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৯৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৫ জুলাই ২০২১
ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একইসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৮ জনের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নেত্রকোনায় পাঁচজন, ময়মনসিংহে দুজন, জামালপুর ও শেরপুরে একজন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে থেকে আরও জানানো হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেনে টেস্টে ১ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ময়মনসিংহে ৯২০ জনের নমুনা পরীক্ষায় ২৬৩ জন, নেত্রকোনায় ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ১০১ জন, শেরপুরে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন ও জামালপুরে ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।