এক বাঘাইড়ের দাম সাড়ে ৪৫ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৯ জুলাই ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় রশিদ হালদার না‌মের এক জে‌লের জা‌লে ৩৫ কেজি ওজনের এক বিশাল আকৃ‌তির বাগাইড় ধরা পড়েছে। পরে নাটোরের এক ব্যবসায়ীর কাছে মাছটি সাড়ে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

সোমবার (১৯ জুলাই) সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় আনা হয়। এসময় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসাবে ১ হাজার ১৩০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন।

পরে ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিকেলে নাটোরের এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

জে‌লে রশিদ হালদার বলেন, ‘বাগাইড় মাছটি আমার দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে। এবারের ঈদটা পরিবার নিয়ে ভালোই কাটবে।’

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ‘পদ্মায় সাধারণত এতো বড় বাগাইড় খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কেনার সঙ্গে সঙ্গেই নাটোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।’

রু‌বেলুর রহমান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।