নওগাঁয় কসমেটিক গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২২ জুলাই ২০২১

নওগাঁয় কসমেটিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) শহরের চুড়িপট্টি এলাকার চাঁদনীচক মার্কেটের সাজঘর নামের একটি দোকানের গোডাউনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ চাঁদনীচক মার্কেটের পঞ্চম তলায় সাজ ঘরের গোডাউনে আগুন দেখা যায়। আশপাশের দোকানিরা খবর দিলে ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ড অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক।

jagonews24

দোকান মালিক শামীম বাহাদুর বলেন, ‘গোডাউনে বিভিন্ন মূল্যবান কসমেটিক, গিফট ও বিবাহের শেরওয়ানীসহ জন্য যাবতীয় সামগ্রী রাখা ছিল। সকালেও সবকিছু ঠিকঠাক ছিল। গোডাউনে আগুন লেগে পুরো মালামাল পুড়ে গেছে।’

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ পরিচালক একেএম মোরশেদ বলেন, ‘বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

আব্বাস আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।