করোনা মহামারির মধ্যে মেঘনাপাড়ে ডিজে পার্টি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৩ জুলাই ২০২১

করোনা মহামারীর মধ্যেও নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর বিভিন্ন স্থানে ট্রলারসহ বিভিন্ন নৌযানে ডিজে পার্টিতে মেতে ওঠে উঠতি বয়সী তরুণ-তরুণীরা।

ঈদের আগ থেকে শুরু হয় এসব পার্টি। চলে ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত। এসব ডিজে পার্টিতে নারী ড্যান্সারদেরকেও নাচতে দেখা যায়।

jagonews24

স্থানীয়রা জানান, ছোট-বড় ট্রলার ও জাহাজে এসব পার্টির আড়ালে অশ্লীলতা চলে আসছে। এসব পার্টিতে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষদের উপচেপড়া ভিড় দেখা যায়। স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এসব পাটির আড়ালে অশ্লীলতা করলেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘মেঘনা নদীতে ডিজে পার্টি হচ্ছে আমি অবগত ছিলাম না। সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’

মো. শাহাদাত হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।