শিমরাইল-সাইনবোর্ডে রিকশা ও ইজিবাইকের দাপট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৪ জুলাই ২০২১

করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধে গণপরিবহন বন্ধ। তবে মানুষ জরুরি প্রয়োজনে বের হলে রিকশা বা ইজিবাইক ব্যবহার করছে। এ জন্য দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

শনিবার (২৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায়, পণ্যবাহী পরিবহন ছাড়া মহাসড়কে রিকশা আর ইজিবাইক চলছে। যদিও মহাসড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ রয়েছে। এ জন্য ইজিবাইকগুলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে সাইনবোর্ড মোড় থেকে একটু আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। এদিকে যাত্রীদের অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে।

jagonews24

শরীফুল ইসলাম নামে এক যাত্রী জানান, শিমরাইল থেকে সাইনবোর্ডের রিকশা ভাড়া ৪০-৫০ টাকা। কিন্তু গাড়ি না থাকায় ভাড়া দিতে হচ্ছে ১০০-১২০ টাকা।

রাবেয়া খাতুন নামে আরেক যাত্রী জানান, ইজিবাইকে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডে তিন জন গেলে ৩০ টাকা নিত। এখন তিনজন গেলে ৬০ টাকা নেয়।

jagonews24

অতিরিক্ত ভাড়া কেন নেন জানতে চাইলে মঈন আলী নামের এক রিকশাচালক বলেন, ‘এ কয়ডা দিনই তো ট্যাকা নিমু মামা। সবসময় তো কমই নিই।’

মহাসড়কে ইজিবাইক চলাচলের বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘মহাসড়কে পায়ে চালিত রিকশা চলতে পারবে। ইজিবাইক মহাসড়কে পেলেই আটক করা হচ্ছে।’

এসকে শাওন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।