শীতলক্ষ্যার পাড়ে দর্শনার্থীদের ভিড়, বসেছে অস্থায়ী দোকানও

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৪ জুলাই ২০২১

চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াক ওয়েতে ভিড় করছেন দর্শনার্থীরা। বসেছে চটপটি, ফুসকা ও ভাজাপোড়ার অস্থায়ী দোকানও। দল বেঁধে অনেকে নৌভ্রমণও করছেন। এতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকের মুখে নেই মাস্ক। এতে করোনা সংক্রমণের শঙ্কা রয়েছে।

শনিবার (২৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা রোড সংলগ্ন নদীর পাড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

jagonews24

নদীর পাড়ে আসা আকাশ হোসেন নামে এক যুবক বলেন, ‘বাসায় অলস সময় কাটাতে ভালো লাগে না। তাই এখানে হাঁটাহাঁটি করছি।’

সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকা থেকে আসা সুমন মিয়া বলেন, ‘প্রায়ই এখানে আসা হয়। ঈদে কোথাও যাওয়া হয়নি। তাই এখানে আসলাম।’

jagonews24

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি দেখছি। মানুষের জটলা থাকলে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে টানা দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে এ বিধিনিষেধ।

এসকে শাওন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।