করোনা আক্রান্ত ময়মনসিংহের সিভিল সার্জন
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার (২৫ জুলাই) দুপুরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে শনিবার (২৪ জুলাই) তিনি করোনা পরীক্ষা করার জন্য নমুনা দিয়েছিলেন।
করোনা আক্রান্তের বিষয়টি সিভিল সার্জন নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত দুদিন ধরে তার জ্বরসহ অন্যান্য উপসর্গ দেখা দেয়। শনিবার তিনি নমুনা পরীক্ষা করতে দেন। আজ দুপুরে রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন সিভিল সার্জন।
মঞ্জুরুল ইসলাম/এসআর