মাদক বিক্রেতাদের বাসা ভাড়া না দিতে প্রচারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৮ জুলাই ২০২১

নারায়ণগঞ্জ শহরের অন্যতম মাদক বিক্রির স্পট ‘চাঁদমারী বস্তি’ উচ্ছেদের পর সেখানকার মাদক ব্যবসায়ী ও বিক্রেতারা আশপাশের পাড়া-মহল্লায় বাসা ভাড়া নিয়ে যাতে কার্যক্রম চালাতে না পারেন সেজন্য বাড়িওয়ালা ও এলাকাবাসীকে সচেতন করতে মাঠে নেমেছে স্থানীয় একটি পঞ্চায়েত কমিটি।

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আদর্শ চাষাঢ়া পঞ্চায়েত কমিটির লোকজন এলাকার বাড়িওয়ালাদের কাছে গিয়ে মাদক ব্যবসায়ীদের বাসা ভাড়া না দেয়ার অনুরোধ করেন। সেই সঙ্গে প্রত্যেককে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রশস্তকরণের জন্য ইতোমধ্যে দুই পাশে উচ্ছেদ অভিযান শুরু করেছে। মঙ্গলবার (২৭ জুলাই) থেকে চাঁদমারী বস্তির লোকজন নিজেরাই তাদের স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন। ওই বস্তি মূলত নারায়ণগঞ্জের মাদকের হাট হিসেবে পরিচিত। সেখানে সব সময় মাদক বিক্রি হতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যে অভিযান চালালেও মাদক বিক্রি বন্ধ হয়নি। বস্তির লোকজন এখন আশেপাশের বিভিন্ন মহল্লাতে পরিচয় লুকিয়ে বাসা ভাড়া নিতে শুরু করেছেন।

ওই বস্তির পূর্ব দিকের এলাকাটি ‘আদর্শ চাষাঢ়া’। বস্তির বেশিরভাগ লোকজন এখন এ এলাকায় ঝুঁকছেন। তাই এলাকাবাসীকে সচেতন করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত কমিটি।

অভিযানের নেতৃত্বে থাকা আদর্শ চাষাঢ়া পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘মাদকের সঙ্গে আমাদের এলাকার ছোট ছোট ছেলেগুলো পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। সমাজটাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আমরা এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মাঠে নেমেছি। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সতর্ক করছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে শনাক্ত করার চেষ্টা করছি। আমরা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছি।’

jagonews24

তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় সবাইকে অনুরোধ করছি যাতে তারা এই পথ থেকে সরে আসেন। যদি সরে না আসেন তাহলে আমরা আইনের আশ্রয় নেব।

পঞ্চায়েত কমিটির সভাপতি সামছুল হক ভূইয়া বলেন, এলাকাকে মাদকমুক্ত রাখতে আমরা বাড়ি বাড়ি গিয়েছি। সবাইকে বলা হয়েছে তাদের কেউ যেন মাদক বিক্রি ও সেবন না করেন।

ব্যতিক্রমী এই প্রচারণায় আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, নজরুল ইসলাম আশোক, আবুল কাশেম মিজি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ইকরাম হোসেন, শেখ তাহরিম তানিম, সিফাত, মুহিব, ফরহাদ, সাজু, পারভেজ, নিশাদ, কিরন, মানু, জাবেদ, শাহ আলম, মোস্তফা, মহসিন ও জুয়েলসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।