অপহরণের ১৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৮ জুলাই ২০২১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে অপহরণের ১৯ দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (২৮ জুলাই) দুপুরে সাংবাদিকদের এতথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক দেবাশীষ কুন্ড।

তিনি জানান, মামলার প্রধান আসামি মোরসালিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে মঙ্গলবার (২৭ জুলাই) রাতে ওই স্কুলছাত্রীকে উদ্বার করা হয়েছে। তবে অপহরণকারী মোরসালিনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছেন। তাকে অতিদ্রুত গ্রেফতার করা হবে।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সন্ধ্যায় মোরসালিন ও তার সহযোগীরা ফতুল্লার দেওভোগ শেষমাথার বাশমুলি নিজ বাড়ির সামনে থেকে নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনার একদিন পর অপহৃত স্কুলছাত্রীর বাবা তার মেয়েকে অপহরণ করার অভিযোগ এনে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।

মামলায় গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে, ফতুল্লা থানার দেওভোগ বাশমুলির প্রধান বাড়ির আকরামের ভাড়াটিয়া আনোয়ার হোসেন ও তার ছেলে মোরসালিনকে আসামি করা হয়।

মামলা দায়ের পর পরই পুলিশ মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।