বরিশাল বিভাগে ঝরল আরও ২০ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৯ জুলাই ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৫৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় তিনজন এবং অন্য ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৩০১ জন। তার মধ্যে করোনা আক্রান্ত রোগী ১৩৩ জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় এক হাজার ৭০১ টি নমুনা পরীক্ষায় ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৫৭ শতাংশ।

বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি ভোলা জেলায়। এ জেলায় শনাক্তের হার ৪৫ দশমিক ২০ শতাংশ। ভোলায় ২৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বরিশাল জেলায় শনাক্তের হার ৪৩ দশমিক ৮০ শতাংশ। এ জেলায় ৬০৫ জনের নমুনা পরীক্ষায় ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পটুয়াখালী জেলায় ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৭৮ জনের করো শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৮২ শতাংশ।

ঝালকাঠী জেলায় ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭ শতাংশ। পিরোজপুর জেলায় ৮৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। বরগুনা জেলায় ১৬২ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করো শনাক্ত হয়েছে।

সাইফ আমীন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।