করোনায় পাংশা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা. শফিউদ্দিন পাতা (৬২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, গত ২৬ জুলাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে করোনা পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৯ জুলাই সকালে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ অনেকে।
রুবেলুর রহমান/এএইচ/এএসএম