চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাটে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৪ আগস্ট ২০২১

যানবাহন ও যাত্রীদের চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাটে। পণ্যবাহী ও জরুরি যানবাহনের সঙ্গে কোনো রকম ভোগান্তি ছাড়াই পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। তবে বিধিনিষেধে যানবাহন না থাকায় ঢাকামুখী যাত্রীদের ঘাটে আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার (৪ আগস্ট) সকালে ঘাট এলাকা ছিল যানবাহন শূন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিতে যাত্রী, পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি পারাপার হতে দেখা গেছে।

jagonews24

এদিকে রাজধানীমুখী যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে ঘাটে আসতে দেখা গেছে। মাইক্রোবাস, মাহেন্দ্রা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দৌলতদিয়ায় আসছেন। তবে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা পদ্মা পাড়ি দিকে পারছেন। তবে তাদের কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

jagonews24

আবুল হোসেন আলী নামের ঢাকামুখী যাত্রী বলেন, ‘ঘাট পর্যন্ত আসতে খুব কষ্ট হয়েছে। ৭০-৮০ টাকার ভাড়া ২০০ টাকা দিয়ে আসতে হয়েছে। তারপরও গাদাগাদি করে। তবে ঘাট এলাকায় কোনো চাপ নাই। সিরিয়াল করে ছোট গাড়ি ও ট্রাকের পাশাপাশি যাত্রীরা ফেরিতে উঠছেন।’

jagonews24

অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ‘ফেরিতে জরুরি সেবার অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রী ও ছোট গাড়ি পার হচ্ছে। যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে।’

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।