ফুল-বেলুনে সাজানো ওসির গাড়িতে বাসায় ফিরলেন কনস্টেবল বাকি মিয়া
দীর্ঘ ৩৬ বছর আট মাসের চাকরি শেষে রাজবাড়ী সদর থানা থেকে অবসর নিলেন কনস্টেবল মো. আব্দুল বাকি মিয়া।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে নতুন পোশাক পরিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের ফুল ও বেলুন দিয়ে সাজানো গাড়িতে বিদায় দেয়া হয় তাকে। এসময় থানার সব কর্মকর্তা হাত উঁচিয়ে তাকে বিদায় জানান।

শাহাদাত হোসেন জানান, কনস্টেবল আব্দুল বাকি মিয়া পাবনা জেলার সুজানগর থানার সাগতা গ্রামের বাসিন্দা। সততা ও নিষ্ঠার সঙ্গে এত বছর দায়িত্ব পালন করেছেন তিনি। তার অবসরে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে কিছু উপহার সামগ্রী দিয়ে ওসির আসনে বসিয়ে বাকি মিয়াকে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়।
রুবেলুর রহমান/এএইচ/জেআইএম