সিলেট বিভাগে একদিনে আরও ১৩ জনের মৃত্যু
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল করোনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে বিভাগটিতে মোট করোনা প্রমাণিত রোগীরে সংখ্যা দাঁড়াল ৪৩ হাজার ৪৬১ জনে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ৭৬১ জন রোগী।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩৮৯ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ১৩৫ জন ও মৌলভীবাজারের বাসিন্দা ৯১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩ হাজার ৪৬১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৫৪৪ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৬২ জন, হবিগঞ্জে পাঁচ হাজার ২৪৯ জন, মৌলভীবাজারে ছয় হাজার ৩০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার ৫৭৬ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ছয়জন সিলেট জেলার ও একজন হবিগঞ্জের বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন রোগী করোনায় মারা গেছেন।
এনিয়ে বিভাগে ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলার ৫৭৪ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারে ৬১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন।
একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদের মধ্যে ১৯৫ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১১ জন সুনামগঞ্জের, ২২ জন হবিগঞ্জের, ১৪ জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ১১ জন রোগী সুস্থ হয়েছেন।
এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩২ হাজার ২২৬ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৮৫৩ জন, সুনামগঞ্জে তিন হাজার ৪৫১ জন, হবিগঞ্জে দুই হাজার ৬১৫ জন, মৌলভীবাজারে চার হাজার ৫৫ জন ও ওসমানী হাসপাতালে ২৫২ জন।
ছামির মাহমুদ/আরএইচ/এএসএম