বিধিনিষেধে বৌভাতের আয়োজন করে জরিমানা গুনলেন বর
বিধিনিষেধ অমান্য করে বৌভাতের আয়োজন করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কঠোর লকডাউন অমান্য করে বুধবার (৪ আগস্ট) রাজবাড়ী সদরের পাঁচুরিয়াতে বিয়ে করেন গোপাল রায়ের ছেলে সুকান্ত চন্দ্র রায়। শুক্রবার উপজেলার যদুর মোড়ের নিজের বাড়িতে বৌভাতের আয়োজন করেন। এতে উভয় পরিবারের শতাধিক লোকের সমাগম হয়।
পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। পরে বর সুকান্ত চন্দ্র রায়কে জরিমানা করে সব আয়োজন বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আম্বিয়া সুলতানা।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা বলেন, সরকারি নির্দেশনা মেনে বিধিনিষেধ কার্যকরে জেলা প্রশাসনের নির্দেশনা রয়েছে। বৌভাতের অনুষ্ঠানে লোক সমাগম করায় জরিমানা করা হয়েছে।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম