তিনদিনে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

হঠাৎ করেই কুষ্টিয়ায় কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত তিনদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছ প্রায় একশ টাকা। আবার বাজার ভেদে দামের পার্থক্যও দেখা গেছে।

কুষ্টিয়ার পৌর, রাজারহাট, চৌড়হাস, সাদ্দাম ও মঙ্গলবাড়ীয়া কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ১৫০-১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। অথচও গত তিনদিন আগেও প্রতিকেজির দাম ছিল মাত্র ৬০ টাকা।

খুচরা বিক্রেতাদের দাবি কয়েক দিন টানা বৃষ্টির কারণে এখন প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। বেশি দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতাদের দাবি বৃষ্টির অজুহাতে দাম বেশি নেয়া হচ্ছে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে কুষ্টিয়ার সবচেয়ে ব্যস্ততম পৌর বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকায়। সেখান থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে সাদ্দাম বাজারে বিক্রি হয় ১৭০-১৮০ টাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা এবং সদর উপজেলার ঝাউদিয়া, উজানগ্রাম এলাকার কৃষক পর্যায়ে প্রতিকেজি কাঁচা মরিচ ১১০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঠ থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কেজিতে ৬০-৭০ টাকা বেড়ে যাচ্ছে। আবার শহরের একটু বাইরের বাজারগুলোতে বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়।

কুষ্টিয়া পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী আকমল হোসেন জানান, ঈদের পর থেকেই টানা বৃষ্টি। যার কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়তে শুরু করেছে। বিশেষ করে গত ৩-৪ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০-১০০ টাকা বেড়েছে। বাজারারের যে অবস্থা তাতে সামনের দিকে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে কাঁচা মরিচের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস চরমে পৌঁছেছে। দাম বৃদ্ধির কারণে বাজারে প্রতিনিয়ত ক্রেতা-বিক্রেতাদের কথা কটাকাটির ঘটনা ঘটছে।

কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি প্রসঙ্গে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, নিয়মিত বাজার মনিটরিং হচে্ছ। কোনো অজুহাতে ব্যাবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন সাগর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।