দুই ডোজ টিকা দেয়া ইসমত আরা সুস্থ আছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৮ আগস্ট ২০২১

ভুলবশত এক মিনিটের ব্যবধানে দুই ডোজ করোনা টিকা দেয়া রাজবাড়ীর বালিয়াকান্দির ইসমত আরা (৩১) সুস্থ আছেন। ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও তার শরীরে কোনো সমস্যা দেখা যায়নি।

রোববার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ইসমত আরার স্বামী নাহিদুল হক স্বপন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এক মিনিটের ব্যবধানে ইসমত আরার দুই হাতে দুই ডোজ টিকা দেয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে জেলা স্বাস্থ্য বিভাগের তৎপরতা শুরু হয়। স্বাস্থ্যগত বিষয় নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে পর্যবেক্ষণে রাখা হয় ইসমত আরাকে। রোববার বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেন চিকিৎসকরা।

ইসমত আরার স্বামী নাহিদুল হক স্বপন জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী ইসমত আরাকে বাড়িতে এনেছি। সে এখন পর্যন্ত সুস্থ আছে। তবে এরকম কর্মকাণ্ডে আমি হতবাগ।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি সুস্থ আছেন। সকালে তাকে ছুটি দেয়া হয়েছে।

এদিকে, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার অরুন্থিয়া সোমা সাহা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান।

রুবেলুর রহমান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।