সিলেটে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৯১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন সিলেটের, তিনজন সুনামগঞ্জের, একজন হবিগঞ্জের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯১ জন।

রোববার (৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের ২৮৯ জন, সুনামগঞ্জের ৭১ জন, হবিগঞ্জের ৪২ জন ও মৌলভীবাজার জেলার ১৮৮ জন রয়েছেন। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ১৬২ জন।

ছামির মাহমুদ/এফআর/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।