সিলেটে বিভাগে আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৭০২ জন।

সোমবার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট করোনায় বিভাগে চারজনের মৃত্যু হয়। এছাড়া ৮ আগস্ট মারা যায় সাতজন।

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো দৈনিক স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৭০২ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ২৬২, সুনামগঞ্জে ৮৬, হবিগঞ্জে ৮১ এবং মৌলভীবাজারে ১০৬ জন রয়েছেন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। তাদের মধ্যে ১২ জনই সিলেট জেলার।

ছামির মাহমুদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।