সিদ্ধিরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:২৪ এএম, ১০ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাভর্তি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জের মাগরভাঙ্গা এলাকার এনামুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও মুন্সীগঞ্জের টঙ্গী-বাড়ী উপজেলার পাইকপাড়া এলাকার আক্কাস বেপারীর ছেলে জনি বেপারী (২০)।

jagonews24

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাঁজা নিয়ে কুমিল্লা থেকে একটি পিকআপ ঢাকার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্দেহজনক একটি পিকআপ তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম ও জনি বেপারীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পণ্যবাহী পিকআপ চালক-হেলপার পেশার ছদ্মবেশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এস কে শাওন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।