নারায়ণগঞ্জে ৯৬ হাজার নকল সিগারেটসহ যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:২৪ এএম, ১১ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের কালীবাজার থেকে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ মো. সাকিবুল ইসলাম (২০) নামে এক তরুণকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬ হাজার ৬০ পিস নকল সিগারেট জব্দ করা হয়।

বুধবার (১১ আগস্ট) সকাল ১০টায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, কালীবাজার এম চাঁন মার্কেট-এর মোহাম্মদিয়া স্টোরের ভেতর সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদেশ্যে অবস্থান করছে জানতে পরে ওই স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

এস কে শাওন/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।