সিলেট বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১১ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিলেট বিভাগে করোনা সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে সিলেট বিভাগে একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট।

বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ২২ জন। তাদের ১১ জনই সিলেট জেলার। এছাড়া দুইজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৫৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন।

ছামির মাহমুদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।