কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, কর্তৃপক্ষের দাবি স্ট্রোক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পোশাক কারখানার লিফট ছিঁড়ে প্রবীণ বৈদ্য (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ক্রোনী গ্রুপের পোশাক কারখানার ডায়িং সেকশনে এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, ডায়িং সেকশনের নিচতলা থেকে ফেব্রিকের (কাপড়) বোঝা নিয়ে লিফট দিয়ে দ্বিতীয় তলায় যাচ্ছিলেন প্রবীণ। এক পর্যায়ে লিফটের তার ছিঁড়ে যায় এবং কাপড়ের ভারী বোঝা তার শরীরের ওপর পড়লে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু জাফরের দাবি, লিফটের তার ছিঁড়ে কাপড়ের বোঝার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়নি। কারখানায় কর্মরত অবস্থায় স্ট্রোক করে প্রবীণ বৈদ্যের মৃত্যু হয়েছে। তার লাশ স্বজনরা গ্রামের বাড়ি গোপালগঞ্জে নিয়ে গেছেন।
প্রবীণের ভাই প্রশান্ত কুমার বলেন, কারখানায় লিফটের তার ছিঁড়ে গেলে কাপড়ের ভারী বোঝা তার শরীরের ওপর পড়ে বলে আমরা শুনেছি। ভাইকে আমরা এখন গোপালগঞ্জ নিয়ে যাচ্ছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, কিছুক্ষণ আগে আমরা শ্রমিক নিহতের বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিদর্শনের পর বলা যাবে কী ঘটেছে।’
এসজে/জিকেএস