সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টায় মো. মনির হোসেনের নির্মানাধীন ১০ তলা বিল্ডিংয়ের ভেতর ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়।
আটকরা হলেন, মো. ফয়সাল হোসেন (২৮), মো. আলমগীর হোসেন সজিব (২৩), মো. তানভীর হোসেন রাশেদ (৩২), মো. ওমর আজিজ (১৮), মো. ইয়াকুব আলী (২১), মো. রাকিব হোসেন (১৯), মো. মেহেদী হাসান (২৩), রিদোয়ান হোসেন (২৪) ও মো. কামরুজ্জামান সাগর (২৪)।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন।
এস কে শাওন/এএইচ/এমকেএইচ