মাঝ নদীতে ফেরিতে বালুবাহী বাল্কহেডের ধাক্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৪ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে হাজীগঞ্জ-নবীগঞ্জ রুটে ফেরির সঙ্গে বাল্কহেডের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে ফেরিটি হাজীগঞ্জ ঘাট থেকে বন্দরের নবীগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে বালুবাহী একটি বাল্কহেড এসে ধাক্কা দেয়। এসময় ফেরির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়।

ফেরিতে থাকা যাত্রী তাইবুর রহমান বলেন, ফেরিটি ছেড়ে আসতেই দেখা যায় একটি বাল্কহেড বেপরোয়া গতিতে আসছে। যথেষ্ট দূরে থাকলেও বাল্কহেড ফেরির আগে যেতে দ্রুতগতিতে চালায়। কাছাকাছি আসার পর বাল্কহেডের গতি কমালেও ধাক্কা এড়াতে পারেনি।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ থানার পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরেছি। এ ব্যাপারে সার্বিক খোঁজ নেয়া হচ্ছে।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।