মাদক মামলায় বাস সুপারভাইজারের ফাঁসি, খালাস ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৭ আগস্ট ২০২১

গাইবান্ধায় মাদক মামলায় মো. পারভেজ নামে বাসের এক সুপারভাইজারের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন। মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ সুপারভাইজার পারভেজকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্যে আরও তিনজনকে আটক করা হয়। পরে মামলাটি আদালতে আসলে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক।

জাহিদ খন্দকার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।