মায়ের ছোড়া ছুরির আঘাতে প্রাণ গেল ৭ বছরের শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মায়ের ছোড়া ছুরির আঘাতে তানিয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া ওই গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে।

নাচোল থানার উপপরিদর্শক (এসআই) আকবর বলেন, সকালে শিশুকন্যা তানিয়ার সঙ্গে মা ইয়াসমিনের কথা কাটাকাটি হয়। এর জেরে ঘরের চালে আটকানো ছোরা ছুড়ে মারলে তানিয়ার গলা কেটে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল ওহাব জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সোহান মহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।