ডেঙ্গু কেড়ে নিলো এএসআইয়ের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২০ আগস্ট ২০২১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাজ্জাদ নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সাজ্জাদ মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব রতনপুর গ্রামের আবুল কাশেম ভূঁইয়ার ছেলে।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ডিউটিরত অবস্থায় ১৫ আগস্ট সাজ্জাদের জ্বর অনুভূত হলে তাকে ছুটি দিয়ে দেয়া হয়। বাড়িতে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। এরপর ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।