হাতব্যাগে মিললো ১৮ হাজার ইয়াবা, পরিচয় দিতেন সরকারি কর্মকর্তা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৪১ এএম, ২০ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে শহিদুল হক দিপু (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিতেন বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ আগস্ট) সকালে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার শহিদুল নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন বরপিট এলাকার মুজিবুল হকের ছেলে। তার কাছে থাকা হাত ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ৮৬০ পিস ইয়াবা পাওয়া গেছে।

yaba2.jpg

র‌্যাব জানায়, গ্রেফতার শহিদুল দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের জেলায় সরবরাহ করতেন। বিভিন্ন সময় তিনি নিজেকে ঊর্ধ্বতন সরকারি কর্মকতা পরিচয় দিতেন।

তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এস কে শাওন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।