১৯ হাজার ইয়াবাসহ ৩ নারী কারবারি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:১১ পিএম, ২১ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ তিন নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২১ আগস্ট) দুপুরে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত ৯টায় উপজেলার শিমরাইল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মোসা. খাদিজা আক্তার (৩৫), মোসা. আয়েশা আক্তার (২৫) ও খাদিজা আক্তার (২৫)।

yaba1

র‍্যাব জানায়, যাত্রী সেজে কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসছিলেন ওই তিন নারী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

এস কে শাওন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।