জিয়ার মরণোত্তর বিচার চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৬ এএম, ২২ আগস্ট ২০২১

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান। আমি তার মরণোত্তর বিচার চাই। আমার চিৎকার যেন আমার মা শেখ হাসিনা শোনেন।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় আড়াইহাজার উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে স্থানীয় অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মো. মুরাদ হাসান বলেন, খালেদা জিয়াই তার স্বামী হত্যাকাণ্ডের প্রধান কুশীলব। জিয়াউর রহমানকে হত্যা না করা হলে বা না মরলে খালেদা জিয়া কী প্রধানমন্ত্রী হতে পারতেন? বঙ্গবন্ধুকে কী অপরাধে হত্যা করা হলো, কেন বঙ্গবন্ধু বঙ্গভবনে থাকলেন না, ৩২ নম্বরের বাড়িতে থাকলেন। কেন পাকিস্তানের কারাগারে মুক্তিযুদ্ধ চলাকালে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি আপস করলেন না? এটাই কী ছিল তার অপরাধ?

na-(1).jpg

তিনি আরও বলেন, বিশ্বাসঘাতকরা এখনও আছে। তারা পুরোপুরি শেষ হয়নি। যারা বঙ্গবন্ধুর পরিবারকে নির্বংশ করতে চেয়েছে তারা এখনও আছে। আমাদের বঙ্গবন্ধুর মতো ভাবতে হবে, তার কন্যা শেখ হাসিনার মতো ভবতে হবে। অন্য কোন ভাবনা এই বাংলার মাটিতে হবে না।

আড়াইহাজার উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং বিশেষ আলোচক হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল উপস্থিত ছিলেন।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।