ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:৩০ এএম, ৩১ আগস্ট ২০২১
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) গৌরাঙ্গ (৭০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুরের আকতার উদ্দিন (৮০), ভালুকার আসমা আক্তার (৪২), নেত্রকোনার কেন্দুয়ার পান্না আক্তার (৪০), জামালপুরের সরিষাবাড়ির আবুল হোসেন (৬৫) ও ইসলামপুরের মমতা বেগম (৫৫)।

তিনি আরও বলেন, আইসিইউতে ১১জনসহ করোনা ইউনিটে মোট ১৫৮ রোগী ভর্তি। হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে, ময়মনসিংহ সদরের ৩৩ জন, নান্দাইলের ১ জন, ঈশ্বরগঞ্জের ৬ জন, গৌরীপুরের ২ জন, ফুলপুরের ৫ জন, তারাকান্দায় ৫ জন, হালুয়াঘাটের ৫ জন, মুক্তাগাছার ৭ জন, ফুলবাড়িয়ার ৪ জন, ত্রিশালের ১৩ জন, ভালুকার ১১ জন ও গফরগাঁওয়ের ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৮ হাজা ৭১৩ জন। নিজ বাড়িসহ জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ২ হাজার ৩০৬ জন রোগী এখনও চিকিৎসাধীন।

মঞ্জুরুল ইসলাম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।