বরিশাল বিভাগে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে দুইজন মারা যান। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। শনাক্তের হার ১১ দশমিক ৪৩ শতাংশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৬ জন। এছাড়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন পজিটিভ শনাক্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় মোট ৭৭০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। তাদের মধ্যে ঝালকাঠিতে ১১ জন, ভোলায় ২২ জন, বরিশালে ২৮ জন, বরগুনায় ১১ জন, পটুয়াখালীতে ১৫ জন, এবং পিরোজপুরে একজন রয়েছেন।

সাইফ আমীন/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।