দৌলতদিয়ায় আরও এক ব্যবসায়ীর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক ব্যবসায়ীর (৪৬) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তার মৃত্যু হয়।
তার বাড়ি মাগুরায়। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন। পুলিশের ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
মৃত ব্যক্তির এক চাচাতো ভাই জানান, ওই ব্যবসায়ী সাভারের একটি হাসপাতালের গাড়িচালক ছিলেন। করোনায় চাকরি ছেড়ে নিজ এলাকায় এসে মুদি দোকান দেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) তাকে সঙ্গে নিয়ে সেই হাসপাতালে একজনের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে দেখা করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। সে সময় ওই ব্যবসায়ী তাকে বসিয়ে রেখে কোথাও যান। সেখান থেকে প্রায় আধা ঘণ্টা পর এসে তাকে বসতে বলে আবার চলে যান। এরপর আরও প্রায় ৩০ মিনিট পর ফিরে এসে বলেন, তার ভালো লাগছে না। এ কথা বলতে বলতেই মাটিতে পড়ে যান। তখন দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করাতে বলেন। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মেনহাজ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
এর আগে শুক্রবার ভোরে দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর ঘরে এক ব্যবসায়ী মারা যান। তিনি ঢাকার ওয়ারী এলাকার ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন।
রুবেলুর রহমান/এসআর