রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ী জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হ‌য়ে‌ছে। এ‌তে এটিএন বাংলা ও এ‌টিএন নিউ‌জের জেলা প্রতি‌নি‌ধি লিটন চক্রবর্তীকে সভাপতি ও প্রথম আলোর জেলা প্রতি‌নি‌ধি এজাজ আহম্মেদ‌কে সাধারণ সম্পাদক প‌দে পুনরায় নির্বা‌চিত করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপু‌রে জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কক্ষে দ্বি-বার্ষিক সম্মেলনে এ ক‌মি‌টি গঠন করা হয়।

এর আগে সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন এজাজ আহম্মেদ। সভা শে‌ষে পুরাতন কমি‌টি বিলুপ্ত ঘোষণা ক‌রেন সংগঠনের সভাপতি লিটন চক্রবর্তী। পরে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছ‌রের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি সনজিত কুমার দাস (দৈনিক সংবাদ), আসজাদ হোসেন আজু শিকদার (সমকাল), মেহেদী হাসান (একাত্তর টেলিভিশন), যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ (যুগান্তর), সোহেল রানা (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক সমুন বিশ্বাস (চ্যানেল টোয়েন্টিফোর ও দেশ রূপান্তর) ও কাজী আনোয়ারুল ইসলাম টুটুল (আমার সংবাদ), অর্থ সম্পাদক মোকসেদুর রহমান মমিন, দপ্তর সম্পাদক রুবেলুর রহমান (যমুনা টেলিভিশন ও জাগোনিউজ২৪.কম), সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন মনিম (মাছরাঙা টেলিভিশন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুদ্দুস উল আলম (বাংলাদেশের খবর), সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন-শামীমা আক্তার মুনমুন (সিটিজেন টাইমস), মাসুদ রেজা শিশির (যায়যায়দিন), ফজলুল হক, আবদুল্লাহ আল মামুন আরজু (ঢাকা প্রতিদিন), আতিয়ার রহমান (গণকণ্ঠ), শহিদুল ইসলাম মিলন (ভোরের কাগজ) ও আলিমুজ্জামান মিলন।

রু‌বেলুর রহমান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।