কলেজ খুলে দেখা গেলো মিলনায়তনের ১১ ফ্যানই ‘হাওয়া’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরের বীর মুক্তিযোদ্ধা মর্জি দেলোয়ারা কলেজের মিলনায়তনের সব সিলিং ফ্যান চুরি হয়ে গেছে। রোববার (১২ সেপ্টেম্বর) কলেজ খুলে দেওয়ার পর বিষয়টি চোখে পড়ে। দুপুরে বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন বলেন, দীর্ঘদিন পর রোববার সারাদেশের মতো আমাদের কলেজও খুলে দেওয়া হয়। সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত হন। কিন্তু মিলনায়তন খোলার পর দেখা যায় ১১টি সিলিং ফ্যানের একটিও নেই। এ সময় জানালার গ্রিল কাটা দেখা যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

অধ্যক্ষ আরও বলেন, ‘করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হতো। মিলনায়তনটি সর্বশেষ ৮ সেপ্টেম্বর খোলা হয়। ওইদিন শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইমেন্ট জমা নেওয়া হয়। তখন ফ্যান ছিল।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।